সৌদি আরব ড্রাইভিং ভিসা বেতন কত!বিস্তারিত সব তথ্য দেখুন

সৌদি আরব ড্রাইভিং ভিসা বেতন কত,ড্রাইভিং ভিসাতে গেলে কি কি কাগজপাতি লাগে,ড্রাইভিং ভিসাতে গেলে কি সুবিধা লাগে সৌদি আরবে ড্রাইভিং ভিসা তে গেলে বেতন কেমন হবে।কোম্পানি ড্রাইভিং ভিসা ভালো নাকি মালিকাধীন প্রাইভেট গাড়ি চালানো ভালো ইত্যাদি সকল তথ্য জানতে পুরো পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন।

সৌদি আরব ড্রাইভিং ভিসা বেতন কত

বর্তমানে সৌদি এখন উন্নত দেশ হিসাবে পরিচিত,এই দেশ উন্নত হওয়ায় বিভিন্ন নামীদামী কোম্পানি রয়েছে যারা প্রতিনিয়ত তাদের বহন করার জন্য অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ দিয়ে রাখে।তাই সৌদি আরব যাওয়ার আগে দালালের চক্রতে না পড়ে পুরো পোষ্টটি দেখুন।

সূচিপত্রঃ সৌদি আরব ড্রাইভিং ভিসা বেতন কত

সৌদি আরব ড্রাইভিং ভিসা বেতন কত

সৌদি আরব বর্তমানে বাংলাদেশের জন্য সকল ধরনের ভিসা চালু রেখেছে।তাই মানুষ প্রতিনিয়ত সৌদি আরবের যেকোনো ভিসায় আবেদন করে প্রতিদিন যাচ্ছে।বর্তমানে সৌদিতে কাজের অবস্থা খারাপ থাকার পরেও তাদের ড্রাইভিংয়ের চাহিদাটা অনেক বেশী।সৌদি আরবে কোম্পানি বেশী হওয়ায় কোম্পানির ড্রাইভিং ভিসা তে অনেক নিয়োগ দিয়ে থাকে।

সৌদি আরবে যারা প্রতিনিয়ত যেতে চাচ্ছেন কিংবা গেছেন তারা হয়তো অনেকেই জানেন নাহ যে সৌদি আরবে ড্রাইভিং ভিসার জন্য সঠিক বেতন কত দিয়ে থাকে তাই না জানার কারণে অনেকেই দালাল এর চক্রতে পড়ে বার বার ফেসে যাচ্ছেন।তাই আপনি সৌদি আরবে যাওয়ার আগে অবশ্যই জেনে নিবেন যে সৌদিতে ড্রাইভিং ভিসার জন্য সঠিক কত বেতন দিয়ে থাকে। 

সৌদি একটি উন্নত রাষ্ট্র হওয়ায় এখানে অল্প পরিশ্রমে অধিক বেতন দিয়ে থাকে।আর সৌদি আরবে ড্রাইভিং ভিসাতে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়,কারণ ড্রাইভিংয়ের কাজ অনেক আরামের কাজ।আর বর্তমানে সব গাড়ি এসি হওয়ায় সৌদিতে ড্রাইভিং ভিসাতে গেলে বেতন যেমন পাওয়া যায় তেমন আরাম ও পাওয়া যায়। 

https://www.moi.gov.sa/

এই লিংকে প্রবেশ করলে আপনি আপনার ভিসা সঠিক কি'না সহজেই চেক করতে পারবেন।

সৌদি আরবে ড্রাইভিং বেতন কত

আমরা যারা প্রতিনিয়ত যাচ্ছি কিংবা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের মধ্যে অনেকেই জানিনা সৌদি আরবে ড্রাইভিং ভিসার জন্য সৌদি কত বেতন দিয়ে থাকে,যার কারণে সৌদি গিয়ে প্রতিনিয়ত আমরা হতাশাতে পড়ি।তাই হতশাতে না পড়ে যাওয়ার আগে সঠিক বেতন টা অবশ্যই জেনে যাবেন।সৌদিতে একেক কাজের জন্য একেক রকম বেতন দিয়ে রাখে,তাই জেনে নিন সৌদিতে ড্রাইভিংয়ে কোন কাজে বেতন কেমন!

  • কোম্পানিঃ সৌদিতে কোম্পনির গাড়ি চালালে তারা মাসিক ১৩৭০ রিয়াল দিয়ে থাকে প্রথম অবস্থায়,পড়ে আপনার অভিজ্ঞ অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।
  • প্রাইভেটঃ সৌদিতে যদি কারো পার্সোনাল প্রাইভেট কার চালানোর কাজে যান তাহলে সৌদি আপনাকে ১২৫০ থেকে ১৩৫০ রিয়াল পযন্ত প্রথম অবস্থায় দিয়ে থাকে,পড়ে আপনার অভিজ্ঞ অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।
  • নিজেস্ব গাড়ীঃ সৌদি আরবে নিজেস্ব গাড়ি চালানো পারমিশন রয়েছে,এখানে আপনি যদি দিনে ৭ থেকে ৮ ঘন্টা গাড়ি চালান তাহলে ১৩০০ থেকে ১৫০০ রিয়াল পযন্ত ইনকাম করতে পারবেন।কারণ এইটা হচ্ছে নিজ স্বাধীন কাজ তাই এইটা তে ইচ্ছামত ইনকাম করা যায়।

সৌদি আরব হাউজ ড্রাইভার ভিসা ২০২৪

আমাদের দেশ থেকে প্রায় প্রতি বছর ৫ লাখের মানুষ সৌদি আরবে যায়।এদের মধ্যে অনেকেই আছে যারা ড্রাইভিং ভিসাতে যায়,কিন্তু ড্রাইভিং ভিসা যে অনেক ধরনের তাদের মধ্যে অনেকেই জানেন নাহ।তাই আপনারা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে প্রতিনিয়ত দালালের কাছে ধোকা খেয়ে থাকেন।আপনারা যারা ড্রাইভিংয়ের ভিসাতে সৌদি আরবে যেতে চান অবশ্যই সকল তথ্যগুলো জেনে যাবেন।

হাউজ ড্রাইভার ভিসা এই সম্পর্কে হয়তো অনেকেই জানেন নাহ,যার কারণে সঠিক গাইডলাইন না জেনে গিয়ে অনেক হয়রানির শিকার হয়ে থাকেন।হাউজ ড্রাইভার হলো কোনো নির্দিষ্ট মালিকাধীন দের গাড়ি চালানো,যেমন ধরেন বাংলাদেশের বেসরকারি অনেক দামি প্রতিষ্ঠান রয়েছে এবং তারা তাদের নিজেস্ব গাড়ি ব্যাবহার করেন তার জন্য নির্দিষ্ট ড্রাইভার নিয়োগ দিয়ে থাকেন সেরকম সৌদিতে এইভাবে লোক নিয়োগ নেই হাউজ ড্রাইভার এর পন্থায়।

সৌদি আরব হাউজ ড্রাইভার ভিসা যেতে চাইলে আপনার বর্তমান বাজারমুল্য অনুযায়ী ১লক্ষ ৫০হাজায় টাকা পড়বে এটা লাইসেন্স ছাড়া(বাংলাদেশে যদি আপনি লাইসেন্স করেন),আর যদি আপনি লাইসেন্স সহ যেতে চান তাহলে আপনার ১লক্ষ ২৫ হাজার টাকা মোট খরচ পরবে,যদি আপনার মেডিকেল আর লাইসেন্স থেকে থাকে।

আরো পড়ুনঃ  কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত!আবেদন করতে সকল তথ্য জানুন

সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স 

আমাদের সবার মনে একটা প্রশ্ন হয় যে আমি সৌদি আরব ড্রাইভিং ভিসাতে যাবো তাহলে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপাতি লাগে তা হয়তো আমরা জানিনা যার জন্য মাথা ভর্তি টেনশান থাকে,তাই আমাদের পোস্টটি পড়ূন আর সঠিক তথ্য টা জেনে নিন!

সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি প্রয়োজন তা হলো!

  • পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
  • মেডিক্যাল টেস্ট(রক্ত ও চোখ পরিক্ষা)
  • বৈধ ইকামা 
  • বৈধ ইকামার ফটোকপি
  • লাইসেন্স ফি টাকা
  • ড্রাইভিং লাইসেন্সের আবেদনপত্র
উপরোক্ত তথ্য অনুযায়ী আপনি আপনার আঞ্চলিক অফিস থেকে যোগাযোগ করে সমস্ত কাগজপাতি তুলে নিবেন।আবার ড্রাইভিংয়ের একেক ধরনের একেক রকম কারণ সবাই তো আর এক জায়গার জন্য ভিসা নিয়ে থাকে নাহ, তাই নিচে ড্রাইভিংয়ের লাইসেন্সের ধরণ উল্লেখ্য করা হলো!

সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্সের ক্যাটাগরিঃ

  • কোম্পানি গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স।
  • পাবলিক গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স।
  • নিজেস্ব গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স।
  • মালিকাধীন প্রাইভেট কার চালানো জন্য ড্রাইভিং লাইসেন্স।
  • মহিলাদের জন্য ড্রাইভিং লাইসেন্স।

এখানে হয়তো এগুলা দেখে ভয়ের কিছু নেই,এগুলা অনেক টাই পেশার সাথে সম্পৃক্ত।তাই আপনি যে পেশাতে সৌদি আরব যেতে চান আপনি নিজ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে সেখানে কালেকশন করে নিবেন।

সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স

সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম

উপরোক্ত দেওয়া সকল কাগজগুলো সংগ্রহ করে আপনি একটা লাইসেন্সের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাবেন,যেখানে সরকারি ভাবে আবেদন করার মাধ্যমে লাইসেন্সের সুযোগ পেয়ে যাবেন।তারপর তারা আপনাকে একটি অ্যাপার্টমেন্ট ফরম তাদের কাছে নিয়ে সেটা পূরণ করতে হবে।এই ফর্মটা পূরণ কর‍তে সৌদি টাকা অনুযায়ী আপনার প্রায় ২০ থেকে ২৫ রিয়াল মত খরচ হয়ে যেতে পারে।

সব কাগজপাতি সংগ্রহ হয়ে গেলে সব কাগজপাতি একটা ফাইলে সুন্দর করে রেখে দিন।এরপরে একটা মেডিক্যালে যান তারপরে চেকআপ করুন,বিশেষ রক্তের গ্রুপ টা আর রক্ত টেস্ট করে নিন কারণ লাইসেন্সে রক্তগ্রুপ টা জরুরি।রক্তগ্রুপ হয়ে গেলে এইবার আপনি আপনার এলাকার আঞ্চলিক ড্রাইভিং অফিসে গিয়ে সব কাগজ জমা দিন। 

আর আপনি যদি বিশেষ করে সৌদি আরব ড্রাইভিং ভিসাতে যান তাহলে আপনাকে অবশ্যই একটা ড্রাইভিং প্রতিষ্ঠানে হওয়া লাগবে।কারণ তারা আপনাকে একটা অ্যাপার্টমেন্ট অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে নয়তো আপনাকে প্রতিষ্ঠানে ভর্তি নিবে নাহ।

সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে

আমরা সৌদি আরব ড্রাইভিং ভিসা বেতন কত জেনে থাকলেও অনেকেই হয়তো এটা জানিনা যে সৌদি ড্রাইভিং করতে কত টাকা খরচ হয়ে থাকে।সৌদিতে তাদের নিয়ম অনুযায়ী তারা ড্রাইভিং লাইসেন্সকে তিন ভাগে বিভক্ত করেছে তা হলো!

  • যদি আপনি গাডি চালাতে না জানেন মানে নতুন হয়ে থাকেন,তাদের স্কুল থেকে নতুন থেকে গাড়ি চালানো শিখবেন,তাহলে সৌদি নিয়ম অনুযায়ী আপনাকে মোট ২৭০০ রিয়াল প্রায় লাগবে।
  • আর যদি আপনি মোটামুটি গাড়ি সম্পর্কে ধারণা রয়েছে আপনি কিছুটা গাড়ি চালাতে পারেন তাহলে আপনার মোট খরচ পড়বে ১৫০০ রিয়াল মতো প্রায়।
  • আর যদি আপনি গাড়ি চালাতে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে সৌদির ড্রাইভিং স্কুলের নিয়ম অনুযায়ী আপনার ৭৮০ থেকে ৮০০ রিয়াল মত খরচ পড়বে।
 উপরোক্ত বিষয়বলি অনুযায়ী আপনি সৌদিতে ড্রাইভিং শিখতে পারবেন।

সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স ফি কত

আপনি সৌদি আরবে ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাহলে তাদের নিয়ম অনুযায়ী যারা ১০ বছরের জন্য ড্রাইভিংয়ের লাইসেন্স করবে তাদের মোট খরচ পড়বে ৪৫০ রিয়াল যা বাংলা টাকায় প্রায় ১৪০০০ টাকা।আর যদি আপনি ৫ বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনার মোট খরচ পড়বে ২৫০ রিয়াল যা বাংলা টাকায় প্রায় ৭৭৫০ টাকা। এগুলো সব সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্সে ভর্তি হওয়ার খরচ ও নিয়ম।

আরো পড়ুনঃ পাসপোর্ট করার নিয়ম ২০২৪!আবেদন করার আগে জানুন

সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার পরিক্ষা

আমরা সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করলেও অনেকে জানেন না কিভাবে ড্রাইভিং লাইসেন্সের পরিক্ষার নিয়ম,তাই আমার লিখাগুলো মনোযোগ দিয়ে পড়লে আপনি খুব সহজে অল্প সমায়ে সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার পরিক্ষা দিতে পারবেন। 

  • আপনি পরিক্ষার দেওয়ার সয়ায় আপনার সামনে একটা কম্পিউটার রাখা হবে কম্পিউটারে আপনার সৌদি আরবে একটা ট্রাফিক সিগন্যালের চিত্র দেখানো হবে।

  • এরপরে আপনাকে ৩০ মিনিটে ২০টি সঠিক উত্তর দিতে হবে। যদিও সবগুলো উত্তর দিতে হয় তারপরেও ১-২ টা সঠিক উত্তর না দিতে পারলেও সমস্যা নাই,কিন্তু উত্তীর্ণ হতে হলে অবশ্যই আপনাকে ১৮ টা সঠিক উত্তর দিতে হবে।

  • আপনি পরিক্ষা দিতে যাওয়ার আগে আপনার মোবাইল ফোনের প্লে স্টর থেকে ডাল্টা নামের একটা অ্যাপসটি ইন্সটল করে নিবেন

  • আর হ্যাঁ আপনাকে সৌদি আরবের ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

উপরোক্ত নিয়ম অনুযায়ী আপনি প্রিপারেশান নিয়ে যাবেন অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার পরিক্ষাই উত্তীর্ণ হতে পারবেন।

সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার পরিক্ষা

সৌদি ১ রিয়াল বাংলাদেশের কত টাকা 

সৌদি আরব মদ্যপ্রাচ্যের একটি উন্নত রাষ্ট্র এখানে খনিজ সম্পদ থাকা এর রিয়াল এর দাম প্রতিদিন উঠা-নামা করে তাই আজকে আমি আপনাদের সবশেষে যেটা বর্তমান বাজারমূল্য কত তা আজকে জানাবো

সৌদি রিয়াল বাংলাদেশী টাকা
১ রিয়াল ৩১.18 টাকা
100 রিয়াল ৩১১৮ টাকা
১০০০ রিয়াল ৩১১৮০ টাকা
১৪০০ রিয়াল ৪৩৬৫২ টাক
এটা ২০২৪ সাল অনুযায়ী বর্তমান বাজামূল্য দাম,এখানে যেহুতু রিয়ালের দাম উঠানামা করে তাই বাজার অনুযায়ী কম বেশী হতে পারে।

সর্বশেষ মন্তব্য

সৌদি আরব ড্রাইভিং ভিসা বেতন কত সম্পূর্ণ আপনাদের সামনে সঠিক তথ্যগুলো শেয়ার করেছি,বিষয়গুলো অনেকের জানা থাকলেও অনেক মানুষ আছে তাদের কাছে অজানা যার কারণে তারা দালালের চক্রতে পরে তাদের অর্থ হারায়।তাই সৌদি আরবে যদি আপনি ড্রাইভিংতে যেতে চান তাহলে অবশ্যই আপনি সকল তথ্য জেনে যাবেন কারণ বর্তমানে সৌদি অবস্থা খুব একটা ভালো নাহ।তাই আমার শেয়ার করা তথ্যগুলোর মধ্যে আপনার কোন তথ্যটি ভালো লেগেছে এবং কোন কোন বিষয়গুলো জানতে পেরেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url